প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কেউ গৃহহীন থাকবে না

আগের সংবাদ

চট্টগ্রাম সমর্থকদের হতাশায় ডুবাল বরিশাল

পরের সংবাদ

চীনে করোনায় আক্রান্ত ৯০ কোটি: সমীক্ষা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ , ৬:৫৫ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩ , ৬:৫৫ অপরাহ্ণ

চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত চীনের ৯০ কোটি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। পিকিং বিশ্ববিদ্যালয় পরিচালিত এক সমীক্ষায় এমন তথ্য জানানো হয়েছে। ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ মানুষের শরীরে এই ভাইরাস আছে।

দেশটির প্রদেশভিত্তিক সংক্রমণের ক্ষেত্রে মোট জনসংখ্যার ৯১ শতাংশ সংক্রমণ নিয়ে সবার শীর্ষে রয়েছে গানসু। আর ৮৪ শতাংশ সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে ইউনান ও ৮০ শতাংশ সংক্রমণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কিংহাই প্রদেশ। খবর বিবিসির।

এদিকে, চীনা শীর্ষ এক মহামারি বিশেষজ্ঞ সতর্ক করেছেন, আসছে চীনা লুনার নিউ ইয়ারে দেশটির গ্রামাঞ্চলে সংক্রমণ আরও বাড়বে। চীনের সেন্টার ফর ডিজেস কন্ট্রোলের সাবেক প্রধান ও মহামারি বিশেষজ্ঞ জেং গুয়াং সতর্ক করে বলেন, চীনের এই করোনা ঢেউয়ের চূড়ান্ত পর্যায় দুই থেকে তিন মাস পর্যন্ত স্থায়ী হবে বলে অনুমিত হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়