×

সারাদেশ

সিসি ক্যামেরার আওতায় বোয়ালমারী ভূমি অফিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৬:৩৪ পিএম

সিসি ক্যামেরার আওতায় বোয়ালমারী ভূমি অফিস

ছবি: সংগৃহীত

জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষণাবেক্ষণ, রেকর্ড রুমের সুরক্ষা এবং অফিস ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা ও দালালমুক্ত করার জন্য বোয়ালমারী উপজেলা ভূমি অফিসের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আটটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরার মাধ্যমে অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ইউএনও মোশারেফ হোসাইনের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস এসব ক্লোজ সার্কিট ক্যামেরার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধান অতিথি বিপুল চন্দ্র দাস বলেন, অফিসের ভেতরে ও বাইরে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় তার জন্যই এই সিসি ক্যামেরা।

ইউএনও মোশারেফ হোসাইন বলেন, অফিসের বাইরে থেকেও অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে। অফিসে আটটি ক্যামেরা স্থাপিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App