×

জাতীয়

‘সম্ভাবনার দেশ, সুযোগের দেশ’ হিসেবে প্রতিষ্ঠায় তৎপর মন্ত্রণালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৬:২২ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য সহায়ক কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতির একটি অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশকে ‘সম্ভাবনার দেশ, সুযোগের দেশ’ হিসেবে প্রতিষ্ঠিত করা। এ লক্ষ্যে আমরা বহুবিধ কর্মকাণ্ড গ্রহণ করেছি। বিভিন্ন ধরনের প্রকাশনা, সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রস্তুত ও প্রচার এবং সামাজিক যাগাযোগ মাধ্যমে পূর্বের চেয়ে অধিকতর সরব উপস্থিতির মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক, সুবধাজনক এবং সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশ যে শুধুমাত্র সস্তা শ্রমনির্ভর রেডিমেড গার্মেন্টস উৎপাদনকারী দেশ নয়, এখানে বৈচিত্র্যপূর্ণ কাজের সুযোগ আছে ও বিভিন্ন সেক্টরে বাংলাদেশ এরই মধ্যে ব্যাপক সাফল্য প্রদর্শন করছে, তা বিশ্ববাসীকে জানানোর জন্য ও বাংলাদেশের সাফল্যের গল্পগুলো বিদেশে আগ্রহী ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে একটি বিশেষায়িত ত্রৈমাসিক প্রকাশনা ‘বাংলাদেশ  রাইজিং’ শুরু করেছি এবং বিদেশে আমাদের দূতাবাসগুলোকে নির্দেশনা দিয়েছি যেন এই সাফল্যের কথাগুলো তারা বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে তুলে ধরে। জনকূটনীতি সম্প্রসারণে স্বাগতিক দেশের নীতি-নির্ধারক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কলামিস্ট ও জনমত তৈরি করতে পারে, এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য মিশনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, বিদেশে যেসব প্রবাসী বাংলাদেশি সফল হয়েছেন, তাদেরকেও দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল করা ও বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরির জন্য নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য মিশনগুলোকে আমরা নিদের্শনা দিয়েছি। বর্ষব্যাপী বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন, বিভিন্ন সেক্টরে সফল ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে ইতিবাচক বংলাদেশের সাফল্যের গল্প ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমরা অধিকতর বিনিয়োগ আকৃষ্ট করতে পারবো বলে আমি বিশ্বাস করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App