×

সারাদেশ

রামগড়ে নতুন ইউএনও'র যোগদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম

রামগড়ে নতুন ইউএনও'র যোগদান

খাগড়াছড়ির রামগড়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন মমতা আফরিন।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি।

ইউএনও মমতা আফরিন ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। রামগড়ে যোগদানের আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারে কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সর্বশেষ কক্সবাজার জেলা প্রশাসনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তার দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ২০১৭ সালে সহকারী কমিশনার (এসি) হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন বলেন, সবার সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। রামগড় উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলাসহ সরকারি সব কাজে সাধারণ মানুষকে সহযোগীতা করতে আমার চেষ্টা থাকবে।

প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের মেয়ে। তার স্বামী জহিরুল ইসলাম চট্টগ্রাম বন বিভাগের গবেষণা কর্মকর্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নবনিযুক্ত এই ইউএনও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App