×

জাতীয়

ফারইস্টের খালেকের বাড়ি জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১২:২৪ এএম

ফারইস্টের খালেকের বাড়ি জব্দ

ছবি: সংগৃহীত

অর্থ পাচার প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় কারান্তরীণ ফারইস্টের সাবেক চেয়ারম্যান এমএ খালেকের বিরুদ্ধে ৫১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি। এই অনুসন্ধান চলাকালীন বারিধারায় আলোচিত এই উদ্যোক্তার ১৫০ কোটি টাকার বাড়িটি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার বারিধারার ৬ নম্বর সড়কের ‘কে’ ব্লকে অবস্থিত এম এ খালেকের জমিসহ বাড়িটি জব্দ করার নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল কোর্ট। একই সঙ্গে এই আদেশ সরকারি গেজেটসহ দৈনিক বাংলাদেশের আলো ও দ্য ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

এমএ খালেক ছিলেন উদ্যোক্তা। গড়ে তুলেছিলেন বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা, সিকিউরিটিজ কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App