×

জাতীয়

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ, রিট শুনানি রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১১:২৮ এএম

গণমাধ্যমে আসা দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি সংক্রান্ত সংবাদের বিষয় নিয়ে রিট আবেদনের শুনানি আগামী রবিবার করা হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রিট শুনানির দিন ধার্য করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাাস।

তিনি জানান, বিদেশে সুইস ব্যাংকের মাধ্যমে অর্থ পাচার ও কানাডার বেগম পাড়ায় বাড়ি নির্মাণের খবরের পর এটি একটি আলোচিত ঘটনা। তাই এ বিষয়ে আজকে সম্পূরক আবেদন করেছি।

এর আগে বুধবার (১১ জানুয়ারি) দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি সংক্রান্ত গণমাধ্যমে আসা সংবাদের বিষয়টি নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবির নন্দি দাস। তখন আইনজীবীকে রিট আকারে আসতে বলেন হাইকোর্ট। বুধবার (১১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে সংবাদের বিষয়টি নজরে আনার পর আইনজীবীকে এমন কথা বলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App