বিশেষ ছাড়ে এমএফএস ব্যবসা করতে চায় নগদ ফাইন্যান্স পিএলসি

আগের সংবাদ

ওমানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

পরের সংবাদ

শান্তিগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ১৪

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১১:৫০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১১:৫০ অপরাহ্ণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মৌগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ ১৪ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, মৌগাঁও গ্রামের সঞ্জয় বৈদ্য কালা ও দিলিপ বৈদ্য গংদের মধ্যে হাওরে সেচ পাম্প দিয়ে পানি তুলা ও জমি সংক্রান্ত জের ধরে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল নয়টায় স্থানীয় জামখলা হাওরে দিলিপ বৈদ্য হাওরে জমি চাষ করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা সঞ্জয় বৈদ্য কালাসহ তাহার গ্রুপের লোকজন দিলিপ বৈদ্যকে বেদরক মারধর করে ডান হাত ভেঙে ফেলে। খবর পেয়ে দিলিপ বৈদ্যের লোকজন এগিয়ে এলে তাদেরকেও মারধর করে আহত করে প্রতিপক্ষের লোকজন।

আহতরা হলেন দরগাপাশা ইউনিয়নের মৌগাঁও গ্রামের মৃত আরাধন বৈদ্যের ছেলে দিলিপ বৈদ্য,ভূষণ বৈদ্য,বাবুল বৈদ্য, বাবুল বৈদ্যের স্ত্রী রিনা বৈদ্য, ভূষণ বৈদ্যের স্ত্রী সন্ধ্যা রানী বৈদ্য,হরিবল বৈদ্যের মেয়ে আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এসএসসি পরীক্ষার্থী ডলি রানী বৈদ্য, মৌগাঁও বাগেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তৃষা রানী বৈদ্য, দিলিপ বৈদ্যের স্ত্রী রবা রানী বৈদ্য, অধীর বৈদ্যের ছেলে পংকজ বৈদ্য, দীপংকর বৈদ্য, সংকর বৈদ্য, হরিবল বৈদ্যের ছেলে গোবিন্দ বৈদ্য, বিপুল বৈদ্য, লক্ষ্মীকান্ত বৈদ্যের ছেলে রনজু বৈদ্য গুরুতর আহত অবস্থায় দিলিপ বৈদ্য, ভূষণ বৈদ্য,বাবুল বৈদ্য ও দীপংকর বৈদ্যকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দিলিপ বৈদ্যের ভাতিজা বিধান বৈদ্য বলেন, আমরা নিরীহ দিনমজুর মানুষ প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তাহারা আমাদের জমিতে সেচ পাম্পের পানি দেয়নি। আমাদের জমিতে ও কাজ করতে বাধা নিষেধ করে ও অন্যায়ভাবে মারধর করে আমাদের লোকজনকে আহত করেছে। অন্যায়ভাবে হামকারীদের শাস্তির দাবীতে আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে প্রতিপক্ষের সঞ্জয় বৈদ্য কালাকে বারবার কল দিয়েও মোবাইল ফোন সংযোগ বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, তাদের মধ্যে পূর্ববিরোধ রয়েছে, ইতোমধ্যে কয়েকটি প্রসিকেশন দেয়া হয়েছে। মারধরের খবর পেয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়