পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌ চলাচল শুরু

আগের সংবাদ

চিরিরবন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পরের সংবাদ

মাধবপুরে মিনি ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:১৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:১৯ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস ও ডায়না ট্রাকের সংঘর্ষে আব্দুল মালেক (৩৫) নামে এক ব‍্যক্তি নিহত হয়েছেন। এতে ৪জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডের দরগা গেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখোলা গ্রামের- শুকুর আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া জানান, সিলেটমুখী ছোট ডায়না ট্রাক ও সিলেটমুখী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে আব্দুল মালেক সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন‍্য আহতরা চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়