আবাদ বন্ধ নয়, উৎপাদন বাড়ান

আগের সংবাদ

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ, রিট শুনানি রবিবার

পরের সংবাদ

রাজশাহীতে জেঁকে বসেছে শীত

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১১:১৬ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১:৫০ অপরাহ্ণ

রাজশাহীতে দুদিন ধরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাব। প্রতিদিনই অল্প বিস্তর কমছে দিনের সাধারণ তাপমাত্রা। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

এর আগে বুধবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বুধবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে। গতকালের চেয়ে বৃহস্পতিবারের তাপমাত্রা আরও কমেছে। রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে। যদিও তাপমাত্রা ওঠানামা করছে, তারপরও আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে রাস্তার লোকজনের চলাফেরাও কম। ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষদের খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়