প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা শিশির

আগের সংবাদ

মেহেরপুরে ৩৮ হাজার ডলারসহ পাচারকারী আটক

পরের সংবাদ

চীনে পথচারীদের ওপর গাড়ি তোলায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ৫:১৫ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ৫:১৬ অপরাহ্ণ

পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার অভিযোগে চীনের গুয়াংজু প্রদেশে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় একটি জংশনে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনা জনসাধারণের মনে ব্যাপক ক্ষোভের উন্মেষ ঘটিয়েছে। অনেকে ওই যুবক ‘ইচ্ছাকৃতভাবে’ দুর্ঘটনাটি সংঘটন করেছেন মর্মে অভিযোগ তুলেছেন। খবর বিবিসির।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর পরই চালক গাড়ি থেকে নেমে আসে ও বাতাসে কাগুজে মুদ্রা ছুড়ে মারছে। ২২ বছর বয়সী সেই যুবককে আটক করেছে পুলিশ। এরই মধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী দেশটির স্থানীয় আউটলেট হংক্সিন নিউজকে বলেন, ইচ্ছাকৃতভাবে ট্র্যাফিক লাইটের জন্য অপেক্ষা করা লোকদের মধ্যে গাড়ি চালিয়েছেন তিনি। বিদ্বেষপূর্ণভাবে গাড়িটি দিয়ে তাদের আঘাত করেন তিনি। এরপর, ইউটার্ন নিয়ে আবার আহত লোকজনকে আঘাত করেন তিনি, সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে এ ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়