মেহেরপুরে ৩৮ হাজার ডলারসহ পাচারকারী আটক

আগের সংবাদ

পতন দেখতে পেয়ে অসংলগ্ন কথাবার্তা বলছে আ.লীগ

পরের সংবাদ

রাশিয়া

আমেরিকার ওপর ইউরোপের নির্ভরতা বাড়ছে

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ৫:২১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ৭:২৩ অপরাহ্ণ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর অনুচরে পরিণত হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া।

বুধবার ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ মোকাবিলায় দুটি সংস্থা নিজেদের সহযোগিতা গভীর করতে যৌথ ঘোষণায় স্বাক্ষরের পর রাশিয়ার পক্ষ থেকে এ দাবি করা হয়। খবর আলজাজিরার।

মঙ্গলবার ন্যাটো ও ইইউ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় নিজেদের অংশীদারত্ব পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এ পদক্ষেপ প্রমাণ করে ন্যাটোর পুরোপুরি অধীনস্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। ন্যাটো শক্তির মাধ্যমে মার্কিন স্বার্থ হাসিলের একটি হাতিয়ার।

তিনি আরও বলেছেন, আমেরিকার অনুচর হওয়ার অনিবার্য পরিণতি ভোগ করছেন ইউরোপীয়া। বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের অবস্থান হারিয়েছে, প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনের প্রতি তাদের নির্ভরতা বাড়ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়