×

জাতীয়

শাহবাগে ছাত্রলীগের অবস্থান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০১:৩৩ পিএম

শাহবাগে ছাত্রলীগের অবস্থান

ছবি: ভোরের কাগজ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড়ে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (১১ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর শাহবাগ মোড়ের জাতীয় যাদুঘরের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। অবস্থান কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপ (ডাস) থেকে নৈরাজ্যবাদী, অগ্নিসন্ত্রাসী, স্বাধীনতাবিরোধী বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে প্রত্যাখ্যান করে ‘ছাত্রজনতার গণমিছিল’ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল পরবর্তীতে শাহবাগে বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান কর্মসূচীতে যোগ দেয়। এসময় ‘ছাত্রদলের গুন্ডারা হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও’, এমন নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

এর আগে বিএনপি-জামায়াতের আন্দোলনকে ‘দেশবিরোধী ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ।

অবস্থান কর্মসূচি নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আজকে যদি গণঅবস্থানের নামে কোনো সন্ত্রাসী সংগঠন গণ-হয়রানি করে, মানুষের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত করে। তাহলে তরুণ প্রজন্ম, ছাত্র ও জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করবে ছাত্রলীগ।

অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App