×

বিনোদন

‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ দিয়ে খুলছে মধুমিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০১:০২ এএম

‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ দিয়ে খুলছে মধুমিতা

‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’

‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ দিয়ে খুলছে মধুমিতা

দুই মাস সাময়িক বন্ধ থাকার পর রাজধানী ঢাকার অন্যতম পুরনো প্রেক্ষাগৃহ মধুমিতা খুলছে। বিরতি ভেঙে দর্শকদের ‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ ছবি দেখানোর মধ্য দিয়ে প্রেক্ষাগৃহটি খোলার উদ্যোগ নেয়া হয়েছে। বিরতির কারণ হিসেবে প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ, ভালো ছবির সংকট, হল আধুনিকায়ন- সব মিলিয়ে সাময়িক এই বিরতি নেয়া হয়েছিলো।

মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ এ প্রসঙ্গে বলেন, ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের বেশ উন্মাদনা ছিল। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও তেমন চলছিল না। সব মিলিয়ে হল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। নতুন বছরে চেয়েছি ভালো একটি সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ খুলতে।

তার ভাষ্য, আমার কাছে ‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ তেমনই একটি সিনেমা। শুভ-ঐশীর সিনেমা দিয়ে হলটি খোলার সিদ্ধান্ত নিয়েছি। প্রেক্ষাগৃহ বন্ধ থাকাকালীন আধুনিকায়নের কিছু কাজ করেছি। আশা করছি, দর্শক এখন নতুন পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।

২০২২-এর ১৮ নভেম্বর সাময়িক বন্ধ হয়েছিলো মধুমিতা প্রেক্ষাগৃহ। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই প্রেক্ষাগৃহ এখনও ঢাকার সিনেমাপ্রেমী দর্শকের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। হলটিতে বর্তমানে একটি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়। এতে একসঙ্গে ১২০০ জনের মতো দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।

প্রসঙ্গত, ‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ সিনেমাটিতে শুভর-ঐশী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। আইএমডিবি রেটিং: ৬.৩/১০, ফেসবুক রেটিং: ৪.৯/৫ (গুগলে ৯২ শতাংশ ব্যবহারকারী লাইক দিয়েছেন)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App