×

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে গরু চোরাকারবারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:১৩ পিএম

এসআইসহ ৪ পুলিশ আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু চোরা কারবারিদের সাথে পুলিশের সংঘর্ষে একজন উপপরিদর্শকসহ (এসআই) ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আত্মরক্ষার্থে পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে থাকে।

অন্যদিকে চোরাকারবারিরা আটককৃত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। বুধবার (১১ জানুয়ারি) ভোরে সীমান্তের ৪৬ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এস আই রাকিব, কনস্টেবল আবু বক্কর, আরফাত ও আবদুল মালেক। আহতরা নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার জারুলিয়াছড়ি সীমান্তের ৪৬ নম্বর পিলার হয়ে অবৈধ ভাবে চোরাইপথে গরু আনলে তা আটকে অভিযানে নামে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) রাকিবসহ থানা পুলিশের একটি টিম। পুলিশ একপর্যায়ে লালুর বাড়ির কাছে একদল চোরাকারবারির সামনে পড়ে। এ সময় পুলিশ সেখান থেকে দুজনকে আটক করলে চোরাকারবারিরা পুলিশের ওপর আক্রমণ করে তাদের ছিনিয়ে নেয়। আত্মরক্ষার্থে পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ছিনিয়ে নেয়া আসামিদের এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায় আসামিদের পাওয়া না গেলেও পরে তারা স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে হাতকড়া পুলিশকে ফেরত পাঠায়। এদিকে ঘটনার পর সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। সাংবাদিকদেরকে তিনি জানান, জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App