বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকাজুড়ে অভিযান চালিয়ে পাঁচজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি র্যাব।
বুধবার (১১ জানুয়ারি) রাতে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের মেঘলায় র্যাব লিয়াজোঁ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হবে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত পাঁচজন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য এবং ‘সশস্ত্র জিহাদের’ উদ্দেশে একটি পাহাড়ে প্রশিক্ষণরত ছিলেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।