রুমা-রোয়াংছড়িতে ৫ জঙ্গি গ্রেপ্তার

আগের সংবাদ

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ

পরের সংবাদ

শিবগঞ্জে সাব রেজিস্ট্রারের ওপর হামলা

ঝিকরগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১০:২৭ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১১, ২০২৩ , ১০:২৭ অপরাহ্ণ

গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর হামলার প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বাংলাদেশ রেজিস্টেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপী চলা এই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কর্মবিরতি পালনকালে সাব রেজিস্ট্রার নারায়ন চন্দ্র মণ্ডল, মোহরার ইকবাল কবির, আজমিরা সুলতানা, টিসি মোহরার প্রবীর কুমার চন্দ্র, নকলনবীশ সাদ আমিন রনি, আরিফ সন্টু, সম্রাট, দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, সহ-সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার. কোষাধ্যক্ষ শেখ জহুরুল হকসহ সাব রেজিস্ট্রি অফিসের সব স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মবিরতিতে অংশগ্রহণকারী বক্তারা সকল সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ন্যক্কারজনক এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে দাবি করেন। এই ঘটনায় অদ্যবধি মামলা ও আসামি গ্রেপ্তার না হওয়ায় বক্তরা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়