×

অর্থনীতি

২০৩২ সাল পর্যন্ত দেশের অর্থনীতি ঝুঁকিমুক্ত: অর্থমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৭:৪৬ পিএম

২০৩২ সাল পর্যন্ত দেশের অর্থনীতি ঝুঁকিমুক্ত: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

বেগম লুৎফুন নেসা খানের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ বৈদেশিক ঋণের ঝুঁকিসীমার মধ্যে নেই বলে জানান। মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল মানিটরি ফাণ্ড (আইএমএফ) সামষ্ঠিক অর্থনীতি ও অন্যান্য বিষয়াদি বিশ্লেষণের মাধ্যমে দেশের বৈদেশিক উণের ঝুঁকিসীমা নির্ণয় করে থাকেন। আমাদের দেশের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক ও আইএমএফের মতে বৈদেশিক ঋণ জিডিপির ঝুঁকিসীমা সর্বোচ্চ ৪০ শতাংশ।

তিনি জানান গত ২০২১-২২ অর্থ বছরে বৈদেশিক ঋণ জিডিপির ১৩ দশমিক ৭৮ শতাংশ। আর ২০১৬-১৭ থেকে ২০২১-২২ পর্যন্ত কোন অর্থ বছরে দেশের বৈদেশিক ঋণ জিডিপির ১৬.৯ শতাংশের ওপরে ওঠেনি বলেও জানান তিনি। তাই বলা চলে বাংলাদেশের বৈদেশিক ঋণ জিডিপির শতকরা হার অনুযায়ী ঝুঁকি সীমার অনেক নিচে অবস্থান করছে। মধ্য ও দীর্ঘ মেয়াদে ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় কোন ঝুঁকির আশঙ্খা নেই। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত দেশীয় ঋনসহ বৈদেশিক ঋণের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিমুক্ত বলেও জানান অর্থমন্ত্রী।ঋণের ক্ষেত্রে ২০৩২ সাল পর্যন্ত দেশের অর্থনীতি ঝুকিমুক্ত: অর্থমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App