×

অর্থনীতি

১০ মাসে রেমিট্যান্স ১৯.৫৮ বিলিয়ন ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

কৃষি ব্যাংকের অনাদায়ী ঋণ ২৮ হাজার কোটি টাকা

২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১০ মাসে বিদেশ থেকে সর্বমোট ১৯ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী ২০২২ সালের জানুয়ারীতে রেমিটেন্স এসেছে এক হাজার সাতশ’ চার কোটি ৫৩ লাখ ইউএস ডলার, ফেব্রুয়ারিতে এক হাজার ৪৯৬ কোটি ৯ লাখ ডলার, মার্চে এক হাজার ৮৫৯ কোটি ৯৭ লাখ ডলার, এপ্রিলে দুই হাজার নয় কোটি ৪৯ লাখ ডলার, মে মাসে এক হাজার ৮৮৫ কোটি ৩৪ লাখ ডলার, জুনে এক হাজার ৮৩৭ কোটি ২৭ লাখ ডলার, জুলাইয়ে দুই হাজার ৯৬ কোটি ৩২ লাখ ডলার, আগস্টে দুই হাজার ৩৬ কোটি ৯৩ লাখ ডলার, সেপ্টেম্বরে এক হাজার ৫৩৯ কোটি ৫১ লাখ ডলার, অক্টোবরে এক হাজার ৫২৫ কোটি ৪৩ লাখ ডলার ও নভেম্বরে রেমিট্যান্স আসে এক হাজার ৫৯৪ কোটি ৭৩ লাখ ইউএস ডলার। অর্থাৎ এ ১০ মাসে মোট ১৯ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার প্রবাস আয় দেশে আসে বলে অর্থমন্ত্রী জানান।

এসময় সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ তিন হাজার ৭০৯ কোটি ১০ লাখ ইউএস ডলার। অপরদিকে, ইরান থেকে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে, যার পরিমাণ মাত্র চার লাখ ইউএস ডলার।

এমপি মোহাম্মদ হাবিব হাসানের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, কৃষি ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ২৮ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ টাকা। এসব অনাদায়ী ঋণ আদায়ে ব্যাংক তার নিজস্ব নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App