×

সারাদেশ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৪:৫৯ পিএম

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। এর মাধ্যমেই সত্যিকারভাবে আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল। স্বাধীনতার আনন্দ পূর্ণতা পেয়েছিল। মঙ্গলবার (১০ জানুয়ারি) ১১টায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তারা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারই অংশ হিসাবে বঙ্গবন্ধুর যে অবদান আমাদের স্বাধীনতার জন্য তা বিকৃত করার চেষ্টা করেছে। কিন্তু বাংলার মানুষ সেটি গ্রহণ করেনি। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাবেক সহসভাপতি শ্যামল কান্তি বোস, সাবেক যুগ্ম সম্পাদক এম মহিউদ্দিন আহমেদ মুক্তি মুন্সী, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মিয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App