×

সারাদেশ

দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩০ এএম

দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা দিনাজপুরের তাপমাত্রা আরও কমেছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত ৪ দিন ধরে বিরাজ করা মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে তুলেছে কয়েকগুণ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ, বাতাসের গতিবেগ ১ নটস।

এর আগে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তাপমাত্রা কম হলেও সকাল ৮ টার মধ্যে সূর্য উঠায় মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

খামারকান্ত বাগ এলাকার ফিরোজ ইসলাম বলেন, গরম কাপড় গায়ে দেয়ার পরও শীত মরে না। এবারে শীত বেশি কষ্ট দিচ্ছে মানুষজনকে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত থেকে ঘন কুয়াশায় চাদরে ঢাকা থাকবে চারপাশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App