×

জাতীয়

উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১২:৪২ এএম

আগের তিনদিনের চেয়ে সোমবারের (৯ জানুয়ারি) সকালটা একেবারেই অন্যরকম ছিলো। মিলেছে রোদের দেখা, কমেছে শীতের অনুভূতি। তাপমাত্রাও খানিকটা বেড়েছে। তবে এই আবহাওয়া দেখা যায়নি উত্তরাঞ্চলের ১২ জেলায়। সেখানে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ মঙ্গলবারও (১০ ফেব্রুয়ারি) অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, রাজধানীতে মঙ্গলবারও পরিস্থিতি এমন থাকতে পারে। তাপমাত্রা কিছু বেড়ে যাওয়ায় শীতের প্রকোপ খানিকটা কমে আসবে। রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App