ক্ষমতার অপব্যবহারের জবাবদিহিতা চায় টিআইবি

আগের সংবাদ

বিশ্ব ইজতেমায় টঙ্গী স্টেশনে থামবে সব ট্রেন

পরের সংবাদ

আবারো স্বাস্থ্যের ডিজি ডা. খুরশীদ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ৫:৫৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ৬:০৩ অপরাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। ২ বছরের জন্য তিনি চুক্তিভিত্তিক এই নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মো. রফিকুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ছবি: ভোরের কাগজ

এরআগে গতকাল (সোমবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব (পার-২) মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেয়া হয় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে (৪২৭৩২) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালনের অনুমতিসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য আয়ন ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা/দায়িত্ব অর্পণ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়