যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র নিহত দুঃখজনক: তথ্যমন্ত্রী

আগের সংবাদ

সরকারি সিকিউরিটিজের চেয়ে নিরাপদ বিনিয়োগ কিছু নেই

পরের সংবাদ

আদা-রসুনের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ৭:৫৫ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ৭:৫৫ অপরাহ্ণ

পুরান ঢাকার শ্যামবাজারে আদা-রসুন, পেঁয়াজের পাইকারী আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

আসন্ন রমজান এবং ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে কোনভাবে ভোক্তাদের জিম্মি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে ভোক্তা অধিদপ্তর। আদা, রসুন, পেঁয়াজ, সুকনা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন ভোক্তার নাগালের মধ্যে রাখতে তদারকি করছে। আজকের অভিযানে আদা-রসুন, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের আমদানি মূল্য ও পাইকারী মূল্য যাচাই করা হয় এবং কোনোভাবেই যেন ভোক্তাদের জিম্মি করে কৃত্তিম সংকট সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত দাম বাড়ানো না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে দেখা যায়, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় খাঁন জাহান আলী ভান্ডারকে পাঁচ হাজার টাকা ও মিতালী আড়তকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়