×

আন্তর্জাতিক

১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে সব স্কুল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ এএম

১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে সব স্কুল বন্ধ

ছবি: এনডিটিভির

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র শৈত্যপ্রবাহের কারণে সব সরকারি-বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রদেশটির শিক্ষা বিভাগ। শীতকালীন ছুটি শেষে অধিকাংশ স্কুল আজ সোমবার (৯ জানুয়ারি) থেকে খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে শিক্ষা বিভাগ।

গতকাল রবিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি গত দশ বছরে দিল্লির দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এরপরই আসে এ ঘোষণা।

বর্তমানে পুরো উত্তর ভারতে শৈত্যপ্রবাহের প্রভাব রয়েছে। দিল্লিতেও শীতের প্রকোপ চলছে।

পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশে কুয়াশা দুই থেকে তিন দিন ধরে জেঁকে বসেছে। যার কারণে ভারতের আবহাওয়া দপ্তর একাধিক সতর্কবার্তাও জারি করেছে। দিল্লিতে প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙছে।

গতকাল ছিল মৌসুমের শীতলতম দিন। সফদরজং আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১.৯ ডিগ্রি। এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App