×

জাতীয়

বিভক্তির প্রশ্নই উঠে না, প্রার্থী থাকবে ৩০০ আসনেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯ পিএম

বিভক্তির প্রশ্নই উঠে না, প্রার্থী থাকবে ৩০০ আসনেই

ছবি: সংগৃহীত

বিভক্তির প্রশ্নই উঠে না, প্রার্থী থাকবে ৩০০ আসনেই

রওশন-জিএম কাদেরের যৌথ বিবৃতি। ছবি: ভোরের কাগজ

জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই উল্লেখ করে দলটিকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বিবৃতিতে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসলেই প্রার্থী দিয়ে পার্টিকে সু সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার (৯ জানুয়ারি) উভয় নেতা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[caption id="attachment_397323" align="alignnone" width="1470"] রওশন-জিএম কাদেরের যৌথ বিবৃতি। ছবি: ভোরের কাগজ[/caption]

বিবৃতিতে উল্লেখ করা হয়, কিছুদিন ধরে গণমাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি সম্পর্কিত বিভ্রান্তিকর কিছু খবর প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষিতে আমি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ও আমি জাতীয় পার্কের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে, জাতীয় পার্টিতে কোন বিভক্তির প্রশ্নই উঠে না। আমরা দুজনেই ঐক্যবদ্ধ ভাবে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর।

বিবৃতিতে উভয় নেতা আরো বলেন, আমরা দুজনেই জাতীয় পার্টিকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। সে লক্ষ্যে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার জন্য পার্টিকে সু সংগঠিত করার প্রত্যয়ে ঘোষণা করছি। সেই সঙ্গে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে পার্টিকে আরো শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App