×

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১১:০০ এএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ফাইল ছবি

মাঝারি শৈত্যপ্রবাহ আর তীব্র ঠান্ডায় নাস্তানাবুদ হয়ে পড়েছে পুরো দেশ। পঞ্চগড়ের জনজীবনও বিপর্যস্ত। হিম বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে এ অঞ্চলে। এতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

সোমবার (৯ জানুয়ারি) সকালে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, ভোরে তীব্র শীত উপেক্ষা করে কাজে ছুটছেন খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে ভারী যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের বাসিন্দা মইনুল আবরার জানান, এমন শীত যা ভাষায় প্রকাশ করার অবস্থা নেই। হাত-পা ঠান্ডায় জমে গেছে। তাই খড়কুটো জ্বালিয়ে শরীরে উষ্ণতা নিচ্ছি, তারপরও ঠান্ডা যাচ্ছে না।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App