খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৩৪ বোতল ভারতীয় মদ ও সিএনজিসহ এক আদিবাসী তরুণকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) বিকেল তিনটার দিকে পানছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই তরুণের নাম চিজি মুনি চাকমা (৩২)। তার পরিচয়- রাঙামাটি উপজেলার গুইছড়ি এলাকার ভাক্তা বিন্দু চাকমার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিমের নেতৃত্বাধীন পুলিশের একটি দল পানছড়ি বাজার এলাকায় অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকেল তিনটার সিএনজিতে তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ও সিএনজিসহ ওই তরুণকে আটক করা হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন ছিলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।