যুক্তরাষ্ট্র কোনো দুর্বলতা জানালে ঠিক করবো: পররাষ্ট্রমন্ত্রী

আগের সংবাদ

ঋণ জালিয়াতির মামলায় সাহেদের জামিন বহাল

পরের সংবাদ

পানছড়িতে সিএনজি, ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ , ৬:১৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৯, ২০২৩ , ৬:১৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৩৪ বোতল ভারতীয় মদ ও সিএনজিসহ এক আদিবাসী তরুণকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল তিনটার দিকে পানছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই তরুণের নাম চিজি মুনি চাকমা (৩২)। তার পরিচয়- রাঙামাটি উপজেলার গুইছড়ি এলাকার ভাক্তা বিন্দু চাকমার ছেলে।

ছবি: ভোরের কাগজ

গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিমের নেতৃত্বাধীন পুলিশের একটি দল পানছড়ি বাজার এলাকায় অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকেল তিনটার সিএনজিতে তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ও সিএনজিসহ ওই তরুণকে আটক করা হয়।

ছবি: ভোরের কাগজ

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন ছিলো।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়