×

শিক্ষা

স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীর ছেলের বৌভাতে শিক্ষকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১১:১৫ পিএম

স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীর ছেলের বৌভাতে শিক্ষকরা

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বিয়ের বৌভাত। এই আয়োজনে দাওয়াত দেয়া (নিমন্ত্রণ করা) হয়েছে কুড়িগ্রামের তিনটি উপজেলার সব সরকারি প্রাথমিক স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীকে। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ওই ৩ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন শিক্ষকরা।

পাঠদান বন্ধ রেখেই রবিবার (৮ জানুয়ারি) মন্ত্রীর ছেলের বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ কর্মচারীরা। অনুষ্ঠানে গেছেন জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তারাও। ফলে কুয়াশাচ্ছন্ন ভোরে তীব্র শীত উপেক্ষা করে যেসব শিক্ষার্থীরা স্কুলে এসেছিলো তাদের ক্লাস না করেই ফিরতে হয়েছে বাড়িতে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি ভিন্ন। তিনি জানিয়েছেন, শীতের কারণে প্রধান শিক্ষকরা তাদের ক্ষমতাবলে স্কুল ছুটি দিয়েছেন। এ ঘটনা শুনে নিয়ম অনুযায়ী তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তার বাড়ি রৌমারী উপজেলায়। রবিবার প্রতিমন্ত্রীর রৌমারীর বাসভবনে তার একমাত্র ছেলে সাফায়েত বিন জাকির সৌরভের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান ছিল।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু প্রাথমিক স্কুল ঘুরে বন্ধ দেখা গেছে। অন্যান্য এলাকায়ও খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি প্রাথমিক স্কুলের পাশাপাশি অন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কোনো কোনো স্কুলে সকাল সকাল পতাকা উত্তোলন করলেও শ্রেণিকক্ষ তালা মেরে রাখা হয়। তবে মাধ্যমিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠান খোলা ছিল। দুই-একজন শিক্ষককে পাওয়া গেলেও দেখা মেলেনি কোনো শিক্ষার্থীর।

জানা গেছে, অনুষ্ঠানে শিক্ষকদের ‘বাধ্যতামূলক’ যেতে বলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অনুষ্ঠানে যোগ দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। স্কুল বন্ধের বিষয়ে কোনো কথা বলতে চাননি শিক্ষক-কর্মচারীরা। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করলেও গণমাধ্যমে মতপ্রকাশে অসম্মতি জানিয়েছেন।

শিক্ষা অফিস জানায়, চিলমারী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৩টি। রৌমারী উপজেলায় ১১৪টি ও রাজীবপুর উপজেলায় ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুল বন্ধ রাখা হয় প্রতিমন্ত্রীর ছেলের বৌভাত অনুষ্ঠান ঘিরে। কয়েকজন শিক্ষার্থী জানায়, সকালে এসে তারা জানতে পারে স্কুল বন্ধ। শিক্ষকরা বিয়ের দাওয়াত খেতে যাবেন বলে।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক প্রাথমিক স্কুলের শিক্ষক বলেন, প্রতিমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাওয়াত দেয়া (নিমন্ত্রণ করা) হয়েছে। শিক্ষকরা দাওয়াতে যাবেন। এজন্য স্কুল বন্ধ। এছাড়া, বিয়ের উপহার কিনতে শিক্ষকদের জনপ্রতি ৫০০ থেকে ৮০০ করে টাকা চাওয়া হয়েছে। প্রধান শিক্ষকদের টাকার পরিমাণ ধরা হয়েছে একটু বেশি।

এ বিষয়ে কথা বলতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরেজমিনে গিয়ে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলামও গেছেন বিয়ের দাওয়াতে (নিমন্ত্রণে)। তাই তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তিনি একটি বিয়ের অনুষ্ঠানে রয়েছেন। কোন বিয়ের অনুষ্ঠানে জানতে চাইলে বলতে চাননি তিনি। তবে খোঁজ জানা গেছে, তিনি প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বিয়ের অনুষ্ঠানে গেছেন তিনি। সব শিক্ষক একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।

সব স্কুল বন্ধের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘প্রচণ্ড শীতের কারণে প্রধান শিক্ষকরা তাদের ক্ষমতাবলে ছুটি দিয়েছেন। এটা দিতে পারেন। তাদের হাতে তিনদিনের ছুটি থাকে।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি খোঁজ নেয়ার কথা বলেছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘বিষয়টি জেনেছি। এটি তদন্ত করা হবে। সত্যতা মিললে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে কথা বলতে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App