×

আন্তর্জাতিক

সৌদি আরবে পাকিস্তানের সেনাপ্রধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৪:২৩ পিএম

সৌদি আরবে পাকিস্তানের সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

পাকিস্তানে অর্থ ও রাজনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সৌদি আরবে সফরে গেছেন নতুন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিম। সরকারি সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান। রবিবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সিওএএস সৌদি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দেশের সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে।

সৌদির প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদে সৈয়দ আসিম মুনিম এবং সৌদির প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের বৈঠক হয়েছে। প্রিন্স খালিদ বিন সালমান এক টুইট বার্তায় জানান, 'আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিয়েছি। দ্বিপাক্ষিক সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক পর্যালোচনা করেছি এবং আমাদের সহযোগিতা জোরদার করার ওপায় নিয়ে আলোচনা হয়েছে।'

জেনারেল সৈয়দ আসিম মুনিম বিদায়ী বছরের নভেম্বরে দায়িত্ব নেন। সৌদিতে সফরের পর সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App