×

খেলা

সৌদিতে রোনালদোর ‘অভিষেক’ ২২ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৮:৫৪ পিএম

সৌদিতে রোনালদোর ‘অভিষেক’ ২২ জানুয়ারি

ছবি: সংগৃহীত

জল্পনা-কল্পনার পর অবশেষে সৌদি ক্লাব আল নাসের-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেকের বিষয়ে নিশ্চিত করেছেন এক কর্মকর্তা।

সবকিছু ঠিকঠাক থাকলে পর্তুগিজ এই তারকা আগামী ২২ জানুয়ারি সৌদি আরবে খেলা শুরু করেবন বলে আশা করা যাচ্ছে। খবর ডেইলি মেইলের।

নাম প্রকাশে অনিচ্ছুক আল নাসেরের এক কর্মকর্তা বলেন, ‘ভিনসেন্ট আবুবকরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করেছে আল-নাসর। তাই রোনালদোকে আমাদের স্কোয়াডে রাখতে আর সমস্যা নেই। সব ঠিক থাকলে ২২ জানুয়ারি ইত্তিফাকের বিপক্ষে খেলতে মাঠে নামতে যাচ্ছেন রোনালদো।’

রোনালদোকে কেন কিনলো সৌদি ক্লাব?

কী পরিমাণ অর্থ দিয়ে রোনালদোর সঙ্গে আল নাসের চুক্তি করেছে, তা প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০ কোটি ইউরো দিয়ে এই তারকাকে পেয়েছে ক্লাবটি।

বিশ্লেষকরা ধারণা করছেন, প্রতিবেশী কাতারে সদ্যসমাপ্ত ফুটবল বিশ্বকাপ নিয়ে বেশ মোহিত সৌদি আরব। মানবাধিকারসহ নানান অভিযোগে পশ্চিমা মহলে চাপে থাকা সৌদি ফুটবলের মতো বিষয় দিয়ে খানিকটা চাপমুক্ত হতে চায়। এ জন্য তাদের রোনালদোর মতো তারকাকে প্রয়োজন।

সবচেয়ে বড় কথা, গ্রিস ও মিসরের সঙ্গে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় রিয়াদ। এ জন্য এখন থেকে বিনিয়োগ শুরু করেছে দেশটি। সেই বিনিয়োগের অংশ হিসেবেই রোনালদোকে কিনেছে আল নাসের ক্লাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App