×

জাতীয়

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১১:৪২ এএম

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

ফাইল ছবি

দেশের ১৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা অল্প বিস্তর বৃদ্ধি পেলেও শীত অনুভূত হচ্ছে তীব্র। শীতের ঝটকা থেকে বাদ যায়নি রাজশাহীও। রবিবার (৮ জানুয়ারি) সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ রাজশাহীর আকাশে ছিল না কুয়াশা ও মেঘ। সকালেই সূর্যের দেখা মিললেও উত্তরের কনকনে হিমেল হাওয়া বইতে থাকায় শীতে স্থবির জনজীবন।

এ প্রসঙ্গে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, শীতের এ তীব্রতা আরও কয়েকদিন থাকবে। আকাশের মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা নিচে নেমে গেছে। তাপমাত্রা আরও নিচে নামবে পারে।

এদিকে স্থানীয়রা বলছেন, তীব্র শীতে কাহিল মানুষজন ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে ভিড় করছেন গরম কাপড়ের দোকানে।

গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ১ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App