×

সারাদেশ

ভারতের সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম

ভারতের সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক। এই সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে ১৯৭১ সালে। যা কাঁটাতারের বেড়ায় বিচ্ছিন্ন হবার নয়।

রবিবার (৮ জানুয়ারি) ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভারতের ৩৪ জন সাংবাদিককে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে কৃতজ্ঞতা স্মারকও তুলে দেওয়া হয়।

তথ্যমন্ত্রী বলেন, ’জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সোপানে অবতীর্ণ। অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। স্বপ্নের ঠিকানায় পৌঁছানো বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আনতে পেরে অত্যন্ত আপ্লুত। বাংলাদেশ যে বদলে গেছে তা তারা প্রত্যক্ষ করছেন। ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে শুধু, তা নয়; মানুষে মানুষে আত্মিক সম্পর্ক আরও গভীরতর করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এছাড়া বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, কলকাতা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এবং আমার আসামের এডিটর ইন চিফ মনোজ কুমার গোস্বামী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App