×

আন্তর্জাতিক

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিলো চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৪:১৩ পিএম

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিলো চীন

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চ থেকে বন্ধ থাকার পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে চীন।

এখন চীন ভ্রমণে আসা পর্যটকদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এই মুহূর্তে দেশটিতে সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে করে করোনাভাইরাস আবারো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।

তবে চীনের এই সিদ্ধান্তকে সুনজরে দেখছেন পর্যটকরা। তারা মনে করছেন, অনেক দিন পর এবার তারা তাদের পরিবার-পরিজনদের কাছে ফিরতে পারবেন। এক সরকারি হিসাব অনুযায়ী এই সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহে হংকং থেকে ৪ লাখ পর্যটক চীনের প্রধান ভূমিতে আসার পরিকল্পনা করছেন।

বেইজিং কর্তৃপক্ষের সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এক নারী বলেছেন, গেল দুই বছর আমার মা ও বাবার সঙ্গে সাক্ষাৎ হয়নি। তাদের মধ্যে একজন কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মরণাপন্ন। এখন তাদের সঙ্গে দেখা করতে পারবো। এ জন্য আমি খুবই খুশি।

প্রসঙ্গত, গত ৩ বছরে বিশ্বের সবচেয়ে কঠোর ‘জিরো কোভিড নীতিমালা’ কার্যকর করেছে। যার ফলে দেশটিতে একাধিকবার লকডাউন আরোপ করা হয়েছে। এছাড়া, করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়ানোর দায়ে এক হাজার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে চীন।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App