×

সম্পাদকীয়

এ সময়ে নতুন অধিদপ্তরের প্রয়োজন আছে কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১২:১৮ এএম

বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে ব্যয় কমাতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। এটা এ সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন। সংকট মোকাবিলায় সব ক্ষেত্রেই সাশ্রয়ী হওয়া দরকার। এমতাবস্থায় প্রাথমিকে নতুন অধিদপ্তর স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে ইতোমধ্যে নানামহলে প্রশ্ন উঠেছে। প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর কার্যক্রম জোরদার না করে নতুন অধিদপ্তর স্থাপন করা কতটুকু যৌক্তিক। গতকাল ভোরের কাগজের খবরে জানা গেছে, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) একত্রিত করে প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ নামে একটি অধিদপ্তর স্থাপন করতে যাচ্ছে সরকার। ফলে দেশের প্রাথমিক শিক্ষার ঐতিহ্যবাহী এই তিন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিলুপ্তি ঘটবে। গত বছরের ২৯ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। এরপর গত ৪ জানুয়ারি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়ে অধিদপ্তর সৃষ্টির জন্য মতামতও চেয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য চাকরিকালীন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলার মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের পথ সুগম হচ্ছে। শিক্ষক তৈরির দক্ষ প্রতিষ্ঠান হচ্ছে পিটিআই। দেশের ৬৪ জেলার মধ্যে ১২ জেলায় আগে পিটিআই ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে ১২টি জেলাসহ দেশের সব জেলায় পিটিআইয়ের নতুন ভবন নির্মাণ করেন। পাশাপাশি প্রশিক্ষণ উপকরণ সরবরাহের মাধ্যমে সব প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমৃদ্ধ হয়েছে। এখন এই অভাবের বাজারে এগুলোকে বিলুপ্ত করে নতুন প্রশিক্ষণ অধিদপ্তর গঠন কতটুকু সুফল বয়ে আনবে। প্রাথমিক শিক্ষা স্তরের প্রাথমিক স্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্তর থেকে শিশুরা যেভাবে গড়ে উঠবে, ভবিষ্যতেও তার প্রভাব থাকবে। লেখাপড়া থেকে আচার-আচরণের বৈশিষ্ট্য- সবই এ স্তর থেকে গড়ে ওঠে। এ স্তরের পরিবেশ এবং শিক্ষকদের দক্ষতা, আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন। প্রতিনিয়তই প্রাথমিক স্তরকে উন্নয়নের জন্য, কাক্সিক্ষত ফল লাভের জন্য, শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে নতুন নতুন সিদ্ধান্ত প্রণয়ন এবং বাস্তবায়ন করা হচ্ছে। ‘সরকার কা মাল দরিয়া মে ঢাল’ বলে একটি প্রবাদ প্রচলিত আছে। এর অন্তর্নিহিত তাৎপর্য হলো- সরকারের তথা জনগণের ট্যাক্সের অর্থের বেপরোয়া খরচ ও অপচয়ের নজির আমাদের দেশে বেশ পুরনো। প্রাথমিকে নতুন অধিদপ্তর স্থাপনের বিষয়টি সরকারকে নতুন করে ভেবে দেখা দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App