×

পুরনো খবর

শীতে কাঁপছে আলফাডাঙ্গাবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৩:১৭ পিএম

শীতে কাঁপছে আলফাডাঙ্গাবাসী

ছবি: ভোরের কাগজ

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত ফরিদপুরের আলফাডাঙ্গা জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ।

শনিবার (৭ জানুয়ারি) ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহের কারণে কমেনি শীতের দাপট। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ এলাকার মানুষ।

তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো।

এর আগে গত শুক্রবার ভোরে ও সন্ধ্যায় উপজেলার গোপালপুর, জাটিগ্রাম, ধৃলজুড়ি, বুড়াইচ, বানা, পবনবেগ, বেড়িরহাট, শিয়ালদি, কাতলাসুরসহ বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষগুলোকে।

গোপপালপুর গ্রামের কৃষক সেকেন্দার আলম জানান, ঘন কুয়াশা এবং শীতে চাষিদের বীজতলা পরিচর্যা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, এমন কুয়াশা আর শীত থাকলে বোরো মৌসুমে ধান চাষ করে খুব একটা লাভোবান হতে পারবেন না।

উপজেলার পাড়াগ্রামের ভ্যানচাালক আমির হোসেন জানান, ‘কদিন ধইরে কালা ঠান্ডা পড়ায় খুবই কষ্টে জীবন যাপন করছি। ঠান্ডার জন্য যাত্রীরা ভ্যানে ওঠতে চায়না। এ রকম অবস্থা থাকলে না খেয়ে মরতে হবে।

আলফাডাঙ্গা বাজারের নৈশ প্রহরী আজিজার রহমান বলেন, ‘সারা রাত ডিউটি করি। তীব্র শীতের কারণে ছিঁড়া কাপড়ের টুকরো ও বিভিন্ন অপ্রয়োজনীয় কাগজ পুড়িয়ে শীত থেকে নিজেকে রক্ষা করি।

উপজেলার বুড়াইচ গ্রামের দিনমজুর আফজাল সরদার বলেন, এত ঠান্ডা পড়ছে যে, ঘর থেকে বের হওয়া যাচ্চে না। এখন আমাদের উপায় কি আর কেমনভাবে বাঁচবো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান জানান, তীব্র শীতের কারণে হাসপাতালতে ঠান্ডাজনিত রোগী ভর্তি অছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে বেশ কিছু রোগী ভর্তি আছে। গত ৫দিনে ফরিদপুরের আলফাডাঙ্গা হাসপাতালে শিশুসহ শতাধিক রোগী ঠান্ডাজনিত কারণে আউটডোরে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App