×

সারাদেশ

রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করা হয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৪:৫১ পিএম

রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করা হয়

ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। উন্নয়নের জোয়ারে আমাদের স্বকীয় বৈশিষ্ট, নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাওয়া যাবে না। আবহমানকালের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের পেছনে শুধু অর্থনৈতিক বৈষম্যই দায়ী ছিল না। স্বাধীনতার পরাজিত শক্তিদের ইচ্ছে ছিল বাঙালির ভাষা ও সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করা। বাঙালি তাদের নিজস্বতাকে হারিয়ে যেতে দেয়নি, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করেছে। শনিবার (৭ জানুয়ারি) গাজীপুরের কাপাসিয়ায় আফজালুন্নেছা সিকদার সামাজিক স্বাস্থ্য কেন্দ্র মাঠ সংলগ্ন পৌষমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মো. শামসুল হক টুকু বলেন, ৫১ বছরে অামরা অনেক দূর এগিয়েছি! শেখ হাসিনা আমাদের মেট্রোরেল উপহার দিয়েছেন, পদ্মা সেতু দিয়েছেন। আধুনিকতার ছোঁয়া পেয়ে আমাদের সংস্কৃতি বা শেকড়কে ভুলে যাওয়া উচিৎ হবে না। পৌষমেলায় আবহমানকালের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শহীদুল্লা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত আবুল কালাম মো. হুমায়ুন কবির, সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App