×

আন্তর্জাতিক

বিক্ষোভে পুলিশ সদস্য হত্যা: ২ ইরানির মৃত্যুদণ্ড কার্যকর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:২৭ পিএম

বিক্ষোভে পুলিশ সদস্য হত্যা: ২ ইরানির মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত

নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভে আধা-সামরিক বাহিনীর সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

সর্বশেষ এই মৃত্যুদণ্ড কার্যকর করায় দেশব্যাপী বিক্ষোভের কারণে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সংখ্যা দ্বিগুণ হলো। ডিসেম্বরে দুজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। জানা গেছে, ‘রুহুল্লাহ আজমিয়ানের শাহাদাতের জন্য অভিযুক্ত প্রধান অপরাধী মুহাম্মদ মাহদি কারামি এবং সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনিকে আজ (শনিবার) সকালে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।’ খবর বিবিসির।

৩ নভেম্বর আজমিয়ানকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে আদালত ১ ডিসেম্বরের শুরুতে দুজনকে মৃত্যুদণ্ডের রায় দেয় এবং মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে। নিহত আজমিয়ান বাসিজ মিলিশিয়ার সদস্য ছিলেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের সঙ্গে যুক্ত ছিলেন। তেহরানের পশ্চিমে কারাজে মৃত্যু হয় তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App