×

জাতীয়

বিএনপি নেতা হাবিব উল্লাহ আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

বিএনপি নেতা হাবিব উল্লাহ আর নেই

বিএনপি নেতা হাবিব উল্লাহ খান

সাবেক তথ্য ও পাটমন্ত্রী, বিএনপি নেতা হাবিব উল্লাহ খান আর নেই।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। হাসপাতালের যোগাযোগ কর্মকর্তা ইহিতা হোসেন মিতা এই তথ্য নিশ্চিত করেন।

হাবিব উল্লাহ খান সত্তরের দশকে তথ্যমন্ত্রী ও আশির দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ১৯৭৯ সালে তিনি তৎকালীন কুমিল্লা-৫ (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া-৫) আসন থেকে বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাবিব উল্লাহ খানের মৃত্যুতে বিএনপি গভীরভাবে শোকাহত।

হাবিব উল্লাহর স্ত্রী সালমা খান ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি গত জুলাইয়ে মারা যান। তাদের একমাত্র মেয়ে ওয়াশিংটনে বসবাস করেন। বাবার মৃত্যুর খবরে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App