×

জাতীয়

নতুন অধিদপ্তরের বিষয়টি বোধগম্য হচ্ছে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৯:১৫ এএম

নতুন অধিদপ্তরের বিষয়টি বোধগম্য হচ্ছে না

রাশেদা কে চৌধুরী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও শিক্ষা নিয়ে কাজ করা এনজিওদের মোর্চা গণস্বাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী রাশেদা কে চৌধূরী বলেছেন, প্রাথমিকে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে। এজন্য প্রশিক্ষণের প্রয়োজন। কিন্তু এর জন্য নতুন অধিদপ্তর হলেই যে ভালো হবে তা বোঝা যাচ্ছে না। বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না। গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন।

রাশেদা কে চৌধূরী বলেন, বিনিয়োগ না করে শুধু অধিদপ্তর গঠন করলেই প্রশিক্ষণ ভালো হবে- এটা ঠিক না। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বর্তমানে যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতে আরো বিনিয়োগ করে কার্যকর করা যেতে পারে। নতুন কাঠামোতে বিনিয়োগ করলেই সুফল পাওয়া যাবে না। এজন্য যা চলছে ওগুলোর ওপর আরো বিনিয়োগ করা দরকার। এরপর যথাযথ তত্ত্বাবধান করলে অবশ্যই সুফল আসবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও ইচ্ছে করলে তত্ত্বাবধান করে প্রশিক্ষণের জন্য বর্তমানে থাকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর করতে পারে। তা না করে প্রশিক্ষণের জন্য নতুন অধিদপ্তরের গঠন আমার বোধগম্য হচ্ছে না। আর প্রশিক্ষণের জন্য নতুন অধিদপ্তর করলেই যে সেটি উন্নত হবে তার নিশ্চয়তা কে দেবে?

প্রসঙ্গত, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে (নেপ) একত্রিত করে প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ নামে একটি অধিদপ্তর স্থাপন করতে যাচ্ছে সরকার। এর ফলে দেশের প্রাথমিক শিক্ষার ঐতিহ্যবাহী এই তিন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিলুপ্তি ঘটবে। গত বছরের ২৯ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। এরপর গত ৪ জানুয়ারি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়ে অধিদপ্তর সৃষ্টির জন্য মতামতও চেয়েছে মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App