×

সারাদেশ

করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে সতর্ক বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৭:৫৪ পিএম

করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে সতর্ক বাংলাদেশ

ছবি: সংগৃহীত

করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে বাংলাদেশ সতর্ক আছে বলে দাবি করে  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশে করোনা খুব ভালো নিয়ন্ত্রণে আছে, বৃদ্ধি পায়নি। আশপাশের দেশে বিশেষ করে চীনের নতুন যে ভেরিয়েন্ট দেখা দিয়েছে, তা আমাদের দেশে দেখা দেয়নি।’ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুদেব সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকী তুষার, জেলা মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান প্রমুখ। তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে চীন থেকে কিছু যাত্রী এসেছিলেন, যাদের টেস্টের পর করোনা পজিটিভ আসে। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। চীনের নতুন ভেরিয়েন্ট আমাদের দেশে ছড়িয়েছে বলে কোনো তথ্য এখনও পাইনি।’ তিনি আরো বলেন, ‘করোনার সময় বিএনপি-জামায়াতের কাউকে আমরা পাইনি। বরং তারা আমাদের চিকিৎসা ও টিকা নিয়ে সমালোচনা করেছে। অথচ বিশ্ববাসী করোনা নিয়ন্ত্রণ ও টিকাদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে। করোনা নিয়ন্ত্রণে, বিশ্বে পঞ্চম ও এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ- এ অর্জন বিরোধীদলের কাছে কিছু নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App