×

চিত্র বিচিত্র

এক মাইলেরও বেশি লম্বা বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৬:৩৯ পিএম

এক মাইলেরও বেশি লম্বা বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন!

ছবি: সংগৃহীত

এক মাইলেরও বেশি লম্বা বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন!
এক মাইলেরও বেশি লম্বা বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন!
এক মাইলেরও বেশি লম্বা বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন!
বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন হিসেবে রেকর্ড করেছে ইউরাপের দেশ সুইজারল্যান্ডের বিখ্যাত রেল কোম্পানি। অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ১০০ কোচের এ ট্রেনটি আল্পসের দুর্গম পথে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। যাত্রাপথে ২২টি টানেল ও ৪৮টি ব্রিজ অতিক্রম করতে হয়েছে ট্রেনটিকে। যা মোটেও সোজা ছিল না। আর এ ট্রেনটি পরিচালনা করতে ৭ জন ট্রেন চালক এবং ২১ জন টেকনিশিয়ান কঠোর পরিশ্রম করেছে। আর এ পুরো যাত্রাপথ পাড়ি দিতে ট্রেনটির এক ঘন্টার একটু বেশি সময় লেগেছিলো। রাইটিয়ান রেলওয়ে কোম্পানির দাবি, ১০০ কোচের নতুন ট্রেনটি পুরনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন। বিশ্বের সবচেয়ে লম্বা এই ট্রেন তৈরি করেছে সুইজারল্যান্ডের রাইটিয়ান রেলওয়ে কোম্পনি। রেল কোম্পানির প্রতিনিধি রেনাতো ফ্যাসিয়াটি বলেন, ‘ট্রেনটি সুইজারল্যান্ডের প্রযুক্তিগত অর্জনকে ইঙ্গিত করে। পাশাপাশি সুইস রেলের ১৭৫ বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিশ্বের সবচেয়ে লম্বা যাত্রীবাহী এ ট্রেনটি চালানো হয়। একেই বলে ‘সুইস পারফেকশন’। প্রসঙ্গত, সুইস রেল কোম্পানির বর্তমান ট্রেনটির তুলনায় ৩ কিলোমিটার লম্বা ট্রেনও আছে। তবে সেগুলো যাত্রী নয়, মালবাহী। মনে করা হচ্ছে, বেলজিয়ামের একটি যাত্রীবাহী ট্রেনকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়েছে বর্তমান ট্রেনটি। উৎস: ওডিটিসেন্ট্রালডটকম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App