×

জাতীয়

উখিয়ায় আরসার হামলা, রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ১০:১৮ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) হামলায় মোহাম্মদ নবী (৪০) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই ক্যাম্পের বি-৩৯ ব্লকের মোহাম্মদ হাশিমের ছেলে।

রোহিঙ্গা নেতারা বলেন, গুলিবিদ্ধ নবী ক্যাম্পে মাদক চোরাচালানের অন্যতম হোতা রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী নবী গ্রুপের প্রধান নবী হোসেনের সহযোগী। মাদক চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে আরসা সন্ত্রাসীদের সঙ্গে মোহাম্মদ নবীর বিরোধ চলে আসছিলো। এছাড়া, দুপুরে ১০-১২ জন আরসা সন্ত্রাসী শিবিরে ঢুকে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে নবীকে কয়েকটি গুলি করে পালিয়ে যান তারা। ঘটনাস্থল থেকে পুলিশ আহত নবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গুলিবিদ্ধ নবী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার কপালে ও পায়ে একাধিক গুলির চিহ্ন আছে। অভিযোগের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা বিকেলে আশ্রয়শিবিরে নবীর বসতঘরে তল্লাশি চালিয়ে অবিস্ফোরিত একটি গ্রেনেড উদ্ধার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App