×

খেলা

আর্জেন্টিনার মেসির সঙ্গে মিলিয়ে নাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ১০:৪৫ পিএম

বাইশে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জেতার পর এবার লিওনেল মেসিকে আপন করে নিচ্ছেন দেশটির হাজার হাজার মানুষ। মেসির জন্মস্থান রোজারিওতে শুধু ডিসেম্বরেই অন্তত ৭০ জনের নাম রাখা হয়েছে ‘লিওনেল মেসি’।

নিবন্ধন অফিসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের আগে সেপ্টেম্বর পর্যন্ত সান্তা ফে প্রদেশে লিওনেল ও লিওনেলা নাম রাখা হতো গড়ে মাসে ছয়জনের। খবর আরব নিউজের।

গত বছর অক্টোবর ও নভেম্বরে এসেই নাম দুটির নিবন্ধনের সংখ্যা ৩২ জনে পৌঁছলেও ডিসেম্বরে এসে এই সংখ্যা ৪৯ জনে উন্নীত হয়। সেপ্টেম্বরের তুলনায় যা ৭০০ শতাংশ বেশি। নাম রাখাদের মধ্যে শুধু রোজারিওতে ২২ জন, সান্তা ফের বাকি অংশে ২০ জন ও অন্যান্য এলাকায় আরও সাতজন।

এর আগে ২০১৪ সালে রোজারিওতে শহরের অভিভাবকদের শিশুদের নাম মেসি রাখায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। কারণ, একই নামের কারণে আদমশুমারি গণনাকারীদের কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছিলো। এবার দেখার পালা লিওনেল বা লিওনেলা নাম রাখার ক্ষেত্রেও রোজারিও কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত দেয়, তা দেখতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App