কিছুদিন আগে বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেছিলেন, বিপিএলের প্রধান নির্বাহী (সিইও) হলে টুর্নামেন্ট গোছাতে এক থেকে দুই মাস সময় লাগবে। এরই পরিপ্রেক্ষিতে এবার সাকিবকে বিপিএলের সিইও হওয়ার প্রস্তাব দিয়েছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
শুক্রবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শেখ সোহেল জানান, সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইও’র দায়িত্ব দেয়া হবে। তিনি বলেন, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।’
এদিকে, সাকিবকে নিজেদের পরিবারের অংশ বলে মন্তব্য করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘একটু আগেও সাকিব আমাদের সঙ্গে কথা বলছিলো। মাশরাফির সঙ্গেও কথা বলছিলাম। দেখেন আমরা সবাই একই পরিবারের লোক। মত ভিন্ন থাকতেই পারে।’
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটাররা বিপিএল নিয়ে প্রশ্ন তুলতে পারে কিনা সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে মল্লিক বলেন, ‘কেউ যদি বলে বলতেই পারে। আপনি যে প্রশ্ন করেছেন যে হ্যাঁ; আমি তো দেখি সাকিব প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে না। কিন্তু আজ পর্যন্ত বিপিএল তো মিস দেয় না।’
তিনি আরও বলেন, ‘আমি যদি পাল্টা প্রশ্ন করি, ও তো প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে না। বলতেছে যে প্রিমিয়ার ডিভিশন থেকে এটা আমাদের খারাপ। কিন্তু আমি তো দেখি যে বিপিএলের কোনো আসরের কোনো খেলা ও বাদ দেয় না। কিন্তু প্রিমিয়ার ডিভিশন খেলে না। তো এটা আসলে কোনো বিতর্ক না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।