বিজয়ী না হলেও জনগণের সেবা করে যাবো: প্রধানমন্ত্রী

আগের সংবাদ

পরগাছা গোষ্ঠীর তৎপরতা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

পরের সংবাদ

বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ৯:০৭ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৬, ২০২৩ , ৯:০৭ অপরাহ্ণ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, গত ১৪ বছরে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। বাংলাদেশকে আজ আর কেউ বন্যা, খরা, দুর্যোগের দেশ হিসেবে দেখে না। বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ। উন্নয়নের রোল মডেল।

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি এই ভাষণ প্রচার করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতিসংঘসহ দুই ডজনেরও বেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনে বাংলাদেশ সক্রিয় সদস্য। গত অক্টোবরে পঞ্চমবারের মত বিপুল ভোটে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহ-অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে স্থলসীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সিটমহলবাসীর ৬৮ বছরের বন্দি জীবনের অবসান হয়েছে।

সমুদ্রসীমানা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে মীমাংসার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমানার শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে আমরা বঙ্গোপসাগরের এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক এলাকার ওপর স্বার্বভৌম অধিকার অর্জন করেছি। আমরা ১২ লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়