সিলেটে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আগের সংবাদ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কলমাকান্দা উপজেলা পরিদর্শন

পরের সংবাদ

ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে মঞ্চ ভেঙে আহত ৫

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ৫:১২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৬, ২০২৩ , ৫:৩১ অপরাহ্ণ

অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হীরকজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে মঞ্চ ভেঙে পাঁচজন আহত হয়েছেন। এসময় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল চারটা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে এই ঘটনা ঘটে।

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের হীরকজয়ন্তীর শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর সব থানা ও ইউনিটের নেতাকর্মীরা জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া, ছাত্রলীগের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড ও ইউনিটির নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।

শুক্রবার জুমার নামাজের পর পরই নেতাকর্মীরা আসতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শাহবাগ থেকে টিএসসি, নিউমার্কেট হয়ে টিএসসি, দোয়েল গোলচত্বর থেকে টিএসসি সব সড়কে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়