সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আগের সংবাদ

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘ব্ল্যাক ওয়ার’

পরের সংবাদ

আবেদনময়ী রূপে উষ্ণতা ছড়াচ্ছেন দিব্যা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ১০:৩৬ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ৬, ২০২৩ , ১০:৩৬ পূর্বাহ্ণ

নিজের আবেদনময়ী স্টাইলের জন্য তুমুল জনপ্রিয়তা অর্জন করছেন ভারতীয় মডেল-অভিনেত্রী দিব্যা আগারওয়াল। সম্প্রতি তার সাহসী ছবি দিয়ে নেটিজেনদের মুগ্ধ করেছেন। বোল্ড স্টাইলে ফটোশুট করেছেন এই অভিনেত্রী।

বিগ বস ওটিটি জয়ী দিব্যা আগরওয়াল তার কাজের মাধ্যমে নেটিজেনদের মাতোয়ারা করে তুলেছেন। সাম্প্রতিক ফটোগুলোতে দিব্যাকে খুব গ্ল্যামারাস স্টাইলে দেখা গেছে। চকচকে ব্যাকলেস টপে সাহসী স্টাইল দেখিয়েছেন দিব্যা।

দিব্যা আগরওয়াল সাম্প্রতিক ফটোতে সোনালি রঙের ব্যাকলেস টপসহ সবুজ ঝিলমিল শর্টস পরেছেন। অভিনেত্রী উজ্জ্বল মেকআপ এবং নুড লিপ্সটিক পড়েছে ঠোঁটে। অভিনেত্রী তার গ্ল্যামার লুক সম্পূর্ণ করতে তার চুল খোলা রেখেছেন।

ছবিগুলোতে আবেদনময়ী এক্সপ্রেশনের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। দিব্যা আগরওয়ালের এই ছবিগুলো নেটিজেনদের মাঝে সাড়া ফেলেছে।

দিব্যা আগরওয়ালের সোশ্যাল মিডিয়ায় একটি বড় ফ্যান-ফলোয়ার রয়েছে। দিব্যার কাজের সম্পর্কে কথা বলতে গেলে, অভিনেত্রী এমটিভি স্প্লিটসভিলা ১০, এস অফ স্পেস ১ এর রানার আপ এবং বিগ বস ওটিটিতে জয়ী হয়েছেন।

দিব্যা আগরওয়াল তার ক্যারিয়ার শুরু করেছিলেন হরর এবং সাহসী ওয়েব সিরিজ রাগিনি এমএমএস রিটার্নস ২ দিয়ে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়