×

বিনোদন

লিট ফেস্টে যেসব সিনেমা দেখানো হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৫:০৮ পিএম

লিট ফেস্টে যেসব সিনেমা দেখানো হবে

ঢাকা লিটারেরি ফেস্টিভ্যাল (লিট ফেস্ট)

লিট ফেস্টে যেসব সিনেমা দেখানো হবে

শুরু হয়েছে বাংলা একাডেমিতে আয়োজিত চারদিনব্যাপী ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল (লিট ফেস্ট)

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ, ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। আরও উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক ড. কাজী আনিস আহমেদ, সাদাফ সায ও আহসান আকবার।

আরো পড়ুন: আধ্যাত্মিক পরিবেশনায় লিট ফেস্ট শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে মণিপুরী, ক্লাসিক্যাল (ধ্রুপদী) ও রবীন্দ্র সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আরো পড়ুন: কুয়াশামাখা শীতে ১০ম লিট ফেস্টের উদ্বোধন

এর আগে করোনাভাইরাস মহামারির জন্য ৩ বছর এই ফেস্টিভ্যাল বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শুরু হয়েছে লিট ফেস্ট। ৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। বঙ্গীয় এই সাহিত্য উৎসবে দেশি ও বিদেশের পাঁচশতাধিক শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ ও বক্তা অংশগ্রহণ করবেন।

লিট ফেস্টের অনুষ্ঠান সূচি

প্রথম দিন (৫ জানুয়ারি)

  • নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’- বিকেল পৌনে তিনটা (এরপর বিকেল পৌনে চারটা পর্যন্ত শিল্পী অপরাজিতা মোস্তফার সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা করেন নুহাশ হুমায়ূন)।
  • ‘দেবী সুলতানা’ যাত্রাপালা- বাংলা একাডেমির উন্মুক্ত চত্বর, বিকেল সোয়া পাঁচটা।
  • বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের উচ্চাঙ্গ সঙ্গীত- আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত আটটা।
  • মন চৌধুরী ও এরফান মৃধার সঙ্গে ‘মেঘদল’ ব্যান্ডের গান- বর্ধমান হাউস, সন্ধ্যা সাতটা।

দ্বিতীয় দিন (৬ জানুয়ারি)

ছয়টি সিনেমার প্রদর্শনী

  • অমিত আশরাফ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘কাঁঠাল’- বেলা ১১টা।
  • এলিজাবেথ ডি কস্তার প্রামাণ্যচিত্র ‘বাংলা সার্ফ গার্লস’- বেলা সাড়ে ১২টা।
  • নির্মাতা হুমায়রা বিলকিসের ‘বাগানিয়া’- বিকেল তিনটা।
  • তাসমিয়াহ্ আফরিনের স্বল্পদৈর্ঘ্য ‘আমার জবানবন্দি’- বিকেল সোয়া চারটা।
  • তাসমিয়াহ্ আফরিনের আরেকটি স্বল্পদৈর্ঘ্য ‘হিরোইন্স ওয়ান নাইট’- বিকেল সাড়ে চারটা।
  • প্রসূন রহমান পরিচালিত ‘প্রিয় সত্যজিৎ’- বিকেল পাঁচটা।

অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইন্টন অভিনীত সিনেমা ‘অরনাল্ডো’- আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, সন্ধ্যা সাড়ে ছয়টা (প্রদর্শনের আগে আলোচনায় অংশ নেবেন এই অভিনেত্রী)।

গান

  • আরমীন মুসা- বর্ধমান হাউস, বিকেল তিনটা।
  • অনিমেষ রায় ও ওয়ার্দা আশরাফ- বর্ধমান হাউস, সন্ধ্যা সাতটা।

এছাড়া, উৎসবের বাকি দুইদিনও (৭ ও ৮ জানুয়ারি) সিনেমা প্রদর্শনী ও গানের আয়োজন থাকছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App