×

সারাদেশ

যমুনা নদীতে সারবোঝাই জাহাজডুবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ১১:১৮ এএম

যমুনা নদীতে সারবোঝাই জাহাজডুবি

ছবি: সংগৃহীত

যমুনা নদীতে সারবোঝাই একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে পাবনা যাওয়ার পথে মানিকগঞ্জ জেলার শিবালয়ে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার যমুনা নদীর অন্বয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর সারগুলো জাহাজ থেকে সরিয়ে নদীর তীরে রাখা হয়েছে। তবে এতে সারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জানা যায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নোঙর করে রাখা সারবোঝাই একটি কার্গো জাহাজের ভেতরে পানি ঢুকে কাত হয়ে যায়। কার্গো জাহাজের মাস্টার হাসান আলী জানান, গত ৩১ ডিসেম্বর বাগেরহাটের মোংলা বন্দর থেকে ৬৫০ মেট্রিক টন এমওপি সারবোঝাই করে এমভি এবাদত নামের একটি কার্গো জাহাজ পাবনার বাঘাবাড়ির উদ্দেশে রওনা দেয়। তবে নদীতে নাব্যতা সংকটের কারণে গত মঙ্গলবার বিকেলে শিবালয়ের অন্বয়পুর এলাকায় তীরে কার্গো জাহাজটি নোঙ্গর করে রাখা হয়। আজ সকাল আটটার দিকে কার্গো জাহাজের লোকজন ভেতরে পানি ঢোকার বিষয়টি বুঝতে পারেন। তখনই জাহাজের সুকানিসহ সবাই জাহাজের ভেতর থেকে সারগুলো সরিয়ে তীরে নেয়া শুরু করেন। মাস্টার হাসান আলী বলেন, কার্গো জাহাজটি ভেতরে তিনটি ভাগে বিভক্ত। জাহাজের নিচের পাটাতন ছিদ্র হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়ে। তবে অন্য দুটি অংশে পানি ঢুকতে পারেনি। এ কারণে সারের কোনো ক্ষতি হয়নি। আকিজ গ্রুপের মালিকানাধীন এসব সার পাবনার বাঘাবাড়ি বন্দরে নেওয়া হবে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নূর এ আলম জানান, নদীর তীরে নোঙর করা কার্গো জাহাজে সামান্য পানি ঢুকেছে। তবে এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App