×

আন্তর্জাতিক

বাংলাদেশ ছুঁয়ে বিশ্বের দীর্ঘ নৌবিহার চালু করছে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ১১:৫৭ পিএম

বাংলাদেশ ছুঁয়ে বিশ্বের দীর্ঘ নৌবিহার চালু করছে ভারত

ভারতের উত্তর প্রদেশের বারানসি থেকে এই নৌবিহার শুরু হবে। ছবি: সংগৃহীত

উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত বিশ্বের দীর্ঘতম নৌবিহার চালু করছে ভারত। বিলাসবহুল এই নৌবিহারটি তার যাত্রাপথে বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে যাওয়া নৌপথ অতিক্রম করবে।

আগামী ১৩ জানুয়ারি এই নৌবিহারের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিদেশি পর্যটকদের নিয়ে এই নৌবিহারে প্রায় তিন হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করা হবে। এই যাত্রাপথের মধ্যে বাংলাদেশেই রয়েছে প্রায় এক হাজার ১০০ কিলোমিটার। যাত্রাপথে ক্রুজটি সবমিলিয়ে ২৭টি নদীর ওপর দিয়ে যাবে।

উত্তর প্রদেশের বারানসি থেকে এই নৌবিহার শুরু হবে। তারপর সেটি নৌপথে পাটনা ও কলকাতাসহ বিভিন্ন পর্যটন স্থান ছুঁয়ে বাংলাদেশের জলপথে প্রবেশ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App